thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব অ্যান্ডি মারে

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:৫৭:০৬
বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব অ্যান্ডি মারে

দ্য রিপোর্ট ডেস্ক : গত মৌসুমে দারুণ সময় পার করেছেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। দেশটির ৭৭ বছরের ইতিহাসে গত বছর জিতেছেন উইম্বলডন। তাই বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন এই টেনিস খেলোয়াড়।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত জুলাইয়ে মারে হারিয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচকে। অবশ্য এর আগে তিনি সাফল্যের সোকেসে তুলেছেন ইউএস ওপেন (২০১২) এবং একই বছর জিতেছেন অলিম্পিকের শিরোপা।

পুরস্কারের ট্রফি গ্রহণের মুহূর্তটিও মারের স্মরণীয় হয়ে থাকবে। মিয়ামিতে টেনিস লিজেন্ড মার্তিনা নাভরাতিলোভার কাছ থেকে পুরস্কার নিয়েছেন তিনি। এজন্য তাকে পেছনে ফেলতে হয়েছে রাগবি ইউনিয়ন প্লেয়ার লেইগ হাফপেনি (দ্বিতীয়) ও হর্স রেসিং জোকি এপি ম্যাকয়কে (তৃতীয়)।

বর্ষসেরা হওয়ার পর আবেগাপ্লুত মারে বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।অনেক সময় বাজে মুহূর্ত গেছে আমার। তার পরও আপনাদের (দর্শক) পাশে পেয়েছি।এজন্য এতোদূর আসা সম্ভব হয়েছে আমার।’

(দ্য রিপোর্ট/সিজি/নূরু/এমআই/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর