thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এরশাদকে আটক রাখায় সরকারকে লিগ্যাল নোটিশ

২০১৩ ডিসেম্বর ১৭ ১৮:১৫:১৩
এরশাদকে আটক রাখায় সরকারকে লিগ্যাল নোটিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে অবৈধভাবে আটক করার অভিযোগ এনে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন খান ইকবালের পক্ষে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ডাক, কুরিয়ার ও হাতে করে লিগ্যাল নোটিশটি পাঠান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এরশাদকে মুক্তি না দিলে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উকিল নোটিশে বলা হয়, এইচ এম এরশাদকে সরকার র‌্যাবের মাধ্যমে আটক করে নিয়ে গেছে। পরে তার শারীরিক অসুস্থতার কথা বলে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করেছে। তাকে ধরে নেওয়া এবং আটক রাখা অবৈধ। অনতিবিলম্বে এরশাদের মুক্তি না দিলে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

নোটিশে আরো বলা হয়, চাপ সৃষ্টি করে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করাতে না পেরে এরশাদকে জোর করে আটক রেখেছে সরকার। নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া তার সাংবিধানিক অধিকার। তাকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করানো অবৈধ।

(দ্যরিপোর্ট/এসএ/নূরু/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর