thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রেলপথ পদযাত্রা ১৯ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ১৭ ১৮:৪০:১৭
রেলপথ পদযাত্রা ১৯ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৯ ডিসেম্বর রেলপথ পদযাত্রার ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান। রাজধানীর গুলিস্তান কমপ্লেক্স ভবনের ১০ম তলায় মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চেরজাতীয় কমিটির সভায় এ ঘোষণা দেন তিনি।

শাজাহান খান বলেন, সারাদেশে রেলপথের নাশকতার প্রতিবাদে ১৯ ডিসেম্বর কমলাপুর থেকে এই রেলপথ পদযাত্রা শুরু করা হবে। এতে ঢাকার ও ঢাকার বাইরের সকল মুক্তিযোদ্ধারা অংশ নেবেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, আমাদের সকল কর্মসূচি কোন দলের পক্ষে অথবা কোন দলের জন্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এই কর্মসূচি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকবাহিনীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম। আজ রাজাকার-আলবদরদের দোসররা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, তা প্রতিরোধ করার জন্য আবারো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বক্তব্য দেন বাসস’র ম্যানেজিং ডিরেক্টর ড. আজিজুল ইসলাম ভূইয়া, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সদস্য সচিব মো. খলিলুর রহমান, সাবেক শিক্ষাসচিব মুক্তিযোদ্ধা মো. কায়কোবাদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুজিবর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল, ফকির শেখ জিয়াউদ্দিন, নুরুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান কামাল, কমান্ডার মোশাররফ হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

(দ্যরিপোর্ট/এসআর/নূরু/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর