thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান দীপু মনির

২০১৩ ডিসেম্বর ১৭ ১৮:৫২:০৯
নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান দীপু মনির

চাঁদপুর সংবাদদাতা : সহিংসতা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

জেলার সদর উপজেলার দেবপুর ও মহামায়া এলাকায় মঙ্গলবার আওয়ামী লীগের পথসভা ও প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ১৮দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার মাঠে না থাকলেও সকালে জেলা বিএনপির কার্যালয় ও চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি মিছিল বের হয়।

জেলা পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবরোধে পুলিশের পাশাপাশি বিজিবি সর্তক অবস্থায় রয়েছে। দূরপাল্লার যান চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/এমবি/এফএস/সাদি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর