thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ছাতকে সংঘর্ষে আহত ৫০

২০১৩ ডিসেম্বর ১৭ ১৮:৫৮:২৫
ছাতকে সংঘর্ষে আহত ৫০

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার ছাতক উপজেলা পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

সুনামগঞ্জের এডিশনাল এসপি আমিনুল ইসলাম সরকার দ্য রিপোর্টকে জানান, ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের মাকসুদুর রহমান ও আমিরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকালে মাকসুদুর ও আমিরুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০জন আহত হন।

গুরুতর আহত শিপন মিয়া, জিল্লুর রহমান, আজিজুর রহমান, খাইরুল হকসহ ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/সাদি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর