thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

মুক্তিপণ নিয়ে কুমিল্লায় যুবক হত্যা, আটক ৩

২০১৩ ডিসেম্বর ১৭ ১৯:৩৮:১৯
মুক্তিপণ নিয়ে কুমিল্লায় যুবক হত্যা, আটক ৩

কুমিল্লা সংবাদদাতা : আড়াই লাখ টাকা মুক্তিপণ নেয়ার পর কুমিল্লায় সামছুল হুদা (৩৮) নামে এক প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে।

এরা হলেন- রিপন (৩২) নিহতের বান্ধবী তাছলিমা আক্তার (২৬) ও তার কর্মচারী শাহাব উদ্দিন (২২)।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, ১১ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে আসেন সামছুল হুদা। ১২ ডিসেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন।

ওই দিন বিকেলে একটি মোবাইল ফোন থেকে আত্মীয়স্বজনদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে দুই দফায় বিকাশের মাধ্যমে আড়াই লাখ টাকা দেয়া হয় অপহরণকারীদের। এরপর অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়।

পুলিশ সোমবার রাতে হাউজিং এস্টেটের ৪নং সেকশনের বিবর্তন নামে একটি বাড়ির পাঁচতলা থেকে সামছুল হুদার গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। নিহত সামছুল হুদার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায়।

এ ব্যাপারে ১৬ ডিসেম্বর নিহতের বড় ভাই জসিম উদ্দিন বাদি হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এসবি/সাদি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর