thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

‘অভিনয়ের সকল শাখাই গুরুত্বপূর্ণ’

২০১৩ ডিসেম্বর ১৭ ২০:২২:৪৯
‘অভিনয়ের সকল শাখাই গুরুত্বপূর্ণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : এটিএন বাংলা ও এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক- ‘কাম টু দ্যা পয়েন্ট’ ও ‘থার্ড আই’। টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহ এ দু’টি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। কথা হলো তার সঙ্গে-

দ্য রিপোর্ট : কেমন আছেন আপনি?

চিত্রলেখা : ভালো না ভাই। গায়ে প্রচণ্ড জর। হাতে অনেক কাজ কিন্তু শারীরিক জটিলতার কারণে কোনো কাজে যেতে পারিনি। সিডিউল বাতিল করেছি।

দ্য রিপোর্ট : ‘কাম টু দ্য পয়েন্ট’ ও ‘থার্ড আই’ সম্পর্কে বলুন।

চিত্রলেখা : চমৎকার দু’টি নাটক। পিক্যুলিয়ার টাইপের গল্প নিয়ে নির্মিত ‘কাম টু দ্য পয়েন্ট’ নাটকটির রচনা ও নিদের্শনা দিয়েছেন মানিক মানবিক। আর গোয়েন্দা কাহিনীর গল্প নিয়ে ‘থার্ড আই’ নাটকের রচনা ও পরিচালনায় রকিবুল ইসলাম। দু’জনের কাজের সিরিয়াসনেস আমার ভালো লেগেছে। তা ছাড়া আমার পার্শ্ব অভিনেতা হিসেবে যারা আছেন খুবই প্রাণবন্ত। সব মিলে কাজ করে খুব মজা পাচ্ছি।

দ্য রিপোর্ট : আজ কোন ভূমিকায় আপনাকে দেখতে পাব?

চিত্রলেখা : সঠিক সময়ে চোখ রাখুন টিভির পর্দায় দেখবেন সব জানা হয়ে গেছে। হা, হা, হা...

দ্য রিপোর্ট : কোন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে?

চিত্রলেখা : আপনাকে যদি বলা হয় কোন সন্তানটাকে আপনি বেশি ভালোবাসেন তাহলে উত্তর কী হবে? বেশ হাস্যকর তাই না? একজন অভিনেতা-অভিনেত্রীর কাছে অভিনয়ের সকল শাখাই গুরুত্বপূর্ণ।

দ্য রিপোর্ট : শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।

চিত্রলেখা : আপনাদেরও ধন্যবাদ ।

(দ্য রিপোর্ট/ এমএ/আইজেকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর