thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১৭ ২০:২৮:২২
বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা : জেলার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে নদীতে ডুবে মারা গেছেন নাইবুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি। দৌলতপুর সীমান্তের বাংলাবাজার এলাকায় মঙ্গলবার সকালে পদ্মা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল হক জানান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের গড়েরপাড়া এলাকার মোহাম্মদগড়ের নাইবুল ইসলাম ভারতের কেরালা থেকে রবিবার বিকেলে অবৈধভাবে জলঙ্গী সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারত সীমান্তে কৃষাণ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ধাওয়া দেয়। জীবন বাঁচাতে নাইবুল তখন দৌঁড় দেয়। পরে পদ্মা নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না।

নিহতের স্বজনরা জানায়, সাঁতার না জানায় পানিতে ডুবে নাইবুলের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এফএপি/এইচএস/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর