thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নরসিংদীতে ছাত্রের লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১৭ ২০:৩৯:৪৫
নরসিংদীতে ছাত্রের লাশ উদ্ধার

নরসিংদী সংবাদদাতা : জেলার পৌর এলাকার ভাগদী মহল্লা থেকে মঙ্গলবার সকাল নয়টার দিকে রিহাদ নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিহাদ সটিরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে। সে নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

তার পরিবার জানায়, সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে রিহাদ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার। রাতে রিহাদের মা তার নম্বরে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর রাতে তার আর কোন হদিস পায়নি স্বজনরা।

স্থানীয় থানা পুলিশ জানায়, রিহাদকে সম্ভবত ধারালো কোন অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। ঘাতকরা তার সিমটি রেখে মোবাইল ফোনটি নিয়ে গেছে। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমপিএম/এইচএস/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর