thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণ সুদানে সংঘর্ষে ৬৬ সৈন্য নিহত

২০১৩ ডিসেম্বর ১৭ ২০:৫১:০৩
দক্ষিণ সুদানে সংঘর্ষে ৬৬ সৈন্য নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দুই দিন ধরে চলা সংঘর্ষে অন্তত ৬৬ জন সৈন্য নিহত হয়েছে। দেশটির হাসপাতাল ও সেনাবাহিনী নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

নিহতরা সরকারের পক্ষের না বিপক্ষের সৈন্য তা নিশ্চিত হওয়া যায়নি।

জুবার প্রেসিডেন্সিয়াল প্রাসাদের সামনে ও কয়েকটি স্থানে মঙ্গলবার বন্দুকযুদ্ধ হয়েছে। সংঘর্ষের স্থানগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

এ ঘটনায় এ পর্যন্ত চার সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির সরকার সামরিক অভ্যুত্থান চেষ্টা নস্যাতের ঘোষণা দেওয়ার পরদিনই এ ঘটনা ঘটল।

এদিকে দেশটির হাজার হাজার নাগরিককে জাতিসংঘের দুটি শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে সোমবার দেশটির প্রেসিডেন্ট সালভা কির দাবি করেন, তার সাবেক ডেপুটি রেইক ম্যাচারের অনুগত সৈন্যরা সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে।

গত রবিবার রাতে তিনি বলেন, শাসক দলের বৈঠকে এক পোশাকধারী কর্মকর্তা সরাসরি গুলি করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর