thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কূটনীতিককে গ্রেফতারের প্রতিবাদে ভারতের পাল্টা ব্যবস্থা

২০১৩ ডিসেম্বর ১৭ ২১:১৭:১৩
কূটনীতিককে গ্রেফতারের প্রতিবাদে ভারতের পাল্টা ব্যবস্থা

কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে গ্রেফতার ও হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ ভারত নিজ দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার ওই কূটনীতিকদের সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

ভারতে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছে। এ পরিচয়পত্রের মাধ্যমে তারা বিশেষ সুবিধা ভোগ করত। এছাড়া কূটনীতিকদের বিমানবন্দর পাস ও দূতাবাসের আমদানি ছাড়পত্র বাতিল করা হয়েছে।

রাজধানী দিল্লির মার্কিন দূতাবাসের সামনে থেকে ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোবরেগেড়কে মুক্তি না দেওয়া পর্যন্ত এ সুবিধা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

সরকারি সূত্রে বলা হয়েছে, এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। তাকে (খোবরেগেড়) ছেড়ে দিতে হবে ও দেশ (যুক্তরাষ্ট্র) ছাড়ার অনুমতি দিতে হবে। তারপর আমরা কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব।

ভারতের ইউএস কনসুলেটে অথবা তাদের নাগরিকদের বাড়িতে কাজ করা ভারতীয়দের বেতনসহ যাবতীয় তথ্য চেয়েছে দেশটির সরকার।

ইউএস স্কুলের শিক্ষক হিসেবে কর্মরতদের ভিসাসহ বেতন, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চেয়েছে দিল্লি।

প্রসঙ্গত, দেবযানী খোবরেগেড়ের বিরুদ্ধে জাল ভিসার মাধ্যমে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারিকাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে ইউএস প্রশাসন। বৃহস্পতিবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র করে তল্লাশি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে দুই লাখ ৫০ হাজার ইউএস ডলার বন্ডের বিনিময়ে আদালত তাকে জামিন দেন।

কূটনীতিককে এভাবে হেনস্থা করাকে ‘বর্বরোচিত’ বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যদিও, মার্কিন স্বরাষ্ট্র দফতর শনিবার জানিয়েছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তিতে যা বলা রয়েছে, তার আওতায় দেবযানী পড়েন না।

এর আগে দেশটির উচ্চ পর্যায়ের নেতা কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদি ইউএস কংগ্রেস সদস্যের সঙ্গে সাক্ষাৎ বাতিল করেন। এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্দে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন ও লোকসভার স্পিকার মীরা কুমার যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তাদের বৈঠক বাতিল করেছেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর