thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘নির্বাচনে হত্যাকাণ্ডের দায় ইসি নেবে না’

২০১৩ ডিসেম্বর ১৭ ২১:২২:২৪
‘নির্বাচনে হত্যাকাণ্ডের দায় ইসি নেবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের সঙ্গে সহিংসতার কোন সম্পর্ক নেই। এটা আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপার। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে তাই সংঘাতে হত্যাকাণ্ডের দায় নির্বাচন কমিশন নেবে না।’

নির্বাচন কমিশন সচিবালয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানিয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিন্দা এবং বিরোধী দলের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নিজ নিজ অবস্থানে থেকেই তারা বক্তব্য দিয়েছেন। আমরা এ ব্যাপারে কোনো বক্তব্য দেব না।’

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক কাজ করছে। এটা আমাদের বিষয় না।’

সময়সীমা শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের আইনগত বৈধতার বিষয়ে সিইসি বলেন, ‘আইন মেনেই রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যদি কেউ অভিযোগ করে তাহলে তাকে প্রমাণ করতে হবে, স্বাক্ষর বা তারিখের ব্যাপারে কে আইন ভঙ্গ করেছে। এটা আদালতের বিষয়।’

পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের শঙ্কা প্রকাশের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের ছয় হাজার নিরাপত্তা বাহিনী কাজ করবে। আশা করি, নিরাপত্তায় সমস্যা হবে না।’

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বৈঠকের ব্যাপারে তিনি আরো বলেন, ‘তারা নির্বাচনে কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণের সুযোগ চেয়েছে। আমরা বলেছি, আপনারা প্রতিটা কেন্দ্র ঘুরে আসেন। প্রয়োজনে এক কেন্দ্রে দুই-তিনবার যান। তবে অন্যদের সুযোগ দিতে হবে।’

‘আমরা বলেছি, আপনারা প্রয়োজন মনে করলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারেন’- বলেন সিইসি।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর