thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ঠাকুরগাঁওয়ে চিনিকল বন্ধ

২০১৩ ডিসেম্বর ১৭ ২১:২৯:১৯
ঠাকুরগাঁওয়ে চিনিকল বন্ধ

ঠাকুরগাঁও সংবাদদাতা : টানা হরতাল অবরোধে আখ সরবরাহ না থাকায় ঠাকুরগাঁও চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। স্থানীয় চাষীরা এ শিল্পকে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২০১৩-১৪ সালের আখ মাড়াই মৌসুম শুরু হয়। চলতি মৌসুমে এই চিনিকলে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখমাড়াই করে আট হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। অথচ একদিন চালুর পর রবিবার আখের অভাবে কারখানা বন্ধ হয়ে যায়।

মিল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, আখচাষী সমিতির সহায়তায় চিনিকলটি হরতাল-অবরোধমুক্ত রাখার জন্য স্থানীয় ১৮ দলের নেতাদের কাছে আবেদন করা হয়। কিন্তু তাদের তরফ থেকে কোন সাড়া মেলেনি।

এ প্রসঙ্গে বিএনপির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান বলেন, ‘চিনিকলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচির আওতামুক্ত রাখার কোনো সিদ্ধান্ত আমাদের নেই।’

আখচাষী সমিতির নেতা ইউনুস আলী ও রুহুল আমিন মিলটি বাঁচাতে এটি হরতাল-অবরোধমুক্ত রাখার দাবি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এইচএস/এমএআর/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর