thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

এফডিসিতে এক চক্কর

২০১৩ ডিসেম্বর ১৭ ২১:৩৬:০২
এফডিসিতে এক চক্কর

মুহম্মদ আকবর : কোয়াইট, রোলিং, লাইট, ক্যামেরা, অ্যাকশান ও কাট- বিএফডিসি প্রবেশের পর এই সব শব্দ ও চলচ্চিত্র কর্মীদের কর্ম-ব্যস্ততা বহুল পরিচিত দৃশ্য। লাগাতার হরতাল অবরোধের কারণে বেশ কয়েকদিন ধরে ধীরেই চলছে এ সব কার্যক্রম। ফলে চেনা দৃশ্যে ঠিকমতো ফিরছে না বিএফডিসি।

অবশ্য মঙ্গলবার হঠাৎ করেই সকাল থেকে জমে ওঠে চলচ্চিত্রাঙ্গন। ৮ম ফ্লোরের সামনে সকাল থেকেই শুরু হয় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমার শুটিং। শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলে নবীন-প্রবীণের কুশল বিনিময়।

এ ব্যাপারে ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রের সহকারী পরিচালক আশিস মাহমুদ বলেন, ‘আর কত অপেক্ষা করব? একের পর এক হরতাল-অবরোধ চলছেই। প্রতিদিন অপেক্ষা করি, কবে শেষ হবে এই হরতাল-অবরোধ। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পূর্বপরিকল্পনা বাদ দিয়ে নতুন করে পরিকল্পনা নিতে হচ্ছে প্রতিনিয়ত। দেখা দিচ্ছে সিডিউল বিপর্যয়। তাই সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কাজে লেগে গেলাম। জানি না কাজ শেষে কীভাবে বাড়ি ফিরব।’

পিংকি চলচ্চিত্রের এ ছবিটিতে কমিডি অভিনেতা কাবিলা ও চিত্রনায়িকা ববি খুব আগ্রহ নিয়েই শুটিং করছেন। এক শুটেই ওকে। এমনটা বারবার হয় না। দুইবাক্যের সংলাপের দৃশ্যেও অনেক সময় বারবার শুট করতে হয়। আজ দিনটা বোধ হয় ভালো। এমনভাবেই বলছিলেন নায়িকা ববি ও কাবিলা।

পরিচালক ইফতেখার চৌধুরীর চলচ্চিত্রটি সম্পর্কে জানান, ‘বরাবরেই চেষ্টা করি গতানুগতিকতাকে উপেক্ষা করে নতুন কিছু উপহার দিতে। বর্তমান সময়ে নারীর অসহায়ত্তকে নিয়ে চলছে নানা তালবাহানা। আমি এটিতে লেডি অ্যাকশন দেখিয়ে নারীদের বন্ধুর পথ পাড়ি দেওয়ার জন্য উৎসাহ দিতে চেষ্টা করছি।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত চলচ্চিত্রপ্রেমীরা বেশ আগ্রহের সঙ্গে উপভোগ করছে চলচ্চিত্র নির্মাণের এ কর্মকৌশল। শুটিং দেখতে আসা দর্শকদের কাছে তাদের অনুভূতির কথা জানতে চাইলে এক দর্শক বললেন, ‘পর্দার মানুষগুলোকে সামনা সামনি দেখে খুব ভালো লাগছে। কিন্তু হতাশ হয়েছি ভেতরের পরিবেশ দেখে- এখানে সেখানে রাজনৈতিক ব্যানার আর দেয়ালে লেখা অশ্লীল বাক্য। দেখে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের বোধ হয় কোনো নিয়ন্ত্রক নেই।’

(দ্য রিপোর্ট/এমএ/আইজেকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর