thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে’

২০১৩ ডিসেম্বর ১৭ ২১:৪৯:৫০
‘সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএমবিএস) পক্ষে নির্বাহী পরিচালক আবুল বাসার মঙ্গলবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে আবুল বাসার এমন ঘটনা ‘গণতন্ত্র ও দেশ উন্নয়নে অনাকাঙ্খিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এভাবে মানুষের ভোটের অধিকার হরণ করা স্বাধীনতা এবং সংবিধানের মূলনীতি ও চেতনার সঙ্গে সামঞ্জস্যহীন।’

সংসদের বাকি ১৪৬ সদস্য যে দলেরই হোক, তাতে সরকার গঠনে কোনো পরিবর্তন হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আবুল বাসার আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধের মানবতাবিরোধী রাজাকার-আলবদরদের বিচারের প্রক্রিয়া শুরু করেছেন। একজনের বিচারের রায় কার্যকর হয়েছে। এ গৌরবের সঙ্গে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ৫১.৩৩ শতাংশ মানুষের ভোটাধিকার বঞ্চিত করা যায় না। এতে দেশের মানুষের ভাতের অধিকার রক্ষিত হলেও ভোটের অধিকার হরণ হয়।’

তিনি সরকার গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/এসআর /এমএইচও/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর