thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কুমিল্লায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুন

২০১৩ ডিসেম্বর ১৭ ২২:০২:০০
কুমিল্লায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার দিলীপ কুমার বণিক (৩১) নিহত হয়েছেন। নগরীর সুজানগর পূর্বপাড়ায় মঙ্গলবার দুপুর ২টায় এ হত্যাকাণ্ড ঘটে।

দিলীপ কুমার কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তিনি জেলার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের প্রবন্ধন কুমার বণিকের ছেলে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সামসুজ্জামান দ্য রিপোর্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জগন্নাথপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, গ্রাহকদের ঋণের টাকা আদায় করে অফিসে ফেরার পথে ছিনতাইকারীরা দিলীপের পেটে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে যায়।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এসবি/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর