thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

লক্ষ্মীপুরে যুবলীগকর্মীকে জবাই করে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৭ ২২:০৯:৩২
লক্ষ্মীপুরে যুবলীগকর্মীকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে মঙ্গলবার রাত ৯টায় এক যুবলীগকর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম কিরন পাঠান (৩০)। তিনি আওয়ামী লীগ নেতা মুনছুর পাঠানের ছেলে। কিরন ইউনিয়নের যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কিরন স্থানীয় চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে লাশার বাড়ির সামনে ১০-১২ জনের মুখোশধারী দুর্বৃত্ত কিরনকে জবাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কিরনের বাবা মুনছুর পাঠান দ্য রিপোর্টকে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। স্থানীয়দের চিৎকার শুনে পরিবারের লোকজন বাড়ির বাইরে এসে দেখেন, তার ছেলের দেহ মাটিতে পড়ে আছে।

(দ্য রিপোর্ট/এমআরএস/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর