thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সামরিক ব্যবস্থা শেষ অস্ত্র : তালেবানকে পাকিস্তান

২০১৩ ডিসেম্বর ১৮ ০০:২৭:৩১
সামরিক ব্যবস্থা শেষ অস্ত্র : তালেবানকে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : তালেবানদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে উপায় না পেলে শেষ পর্যায়ে সরকার সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে। খবর ডননিউজের।

শান্তি আলোচনার অংশ হিসেবে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণে উৎসাহিত করা হবে বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বে মঙ্গলবার কেবিনেট কমিটি অব ন্যাশনাল সিকিউরিটির (সিসিএনএস) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কর্মকর্তারা সামরিক ব্যবস্থার পরিবর্তে আলোচনার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটি দৃঢ়ভাবে পুনরায় জানাচ্ছে, সরকার তেহরিক-ই-তালেবানের সঙ্গে আলোচনার পথে হাঁটতে অঙ্গীকারাবদ্ধ। অন্য কোনো ব্যবস্থা শেষ উপায় হিসেবে বিবেচিত হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকারের উদ্দেশ্য, শেষ পর্যায় ও সামরিক ব্যবস্থা থেকে বিরত থেকে পাকিস্তানি তালেবানদের বিভিন্ন দলকে যুক্ত করা।’

বৈঠকে জাতীয় স্বার্থের নিরাপত্তায় জাতীয় নিরাপত্তা কৌশল সূত্রীকরণ, আভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক এ তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সরকার আলোচনার পথে এগুনোর পদক্ষেপ নিলেও পাকিস্তানি তালেবানের নতুন প্রধান মোল্লা ফজলুল্লাহ এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন। দেশটিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় সরকারের ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

তালেবানরা কঠিন বাক্য উচ্চারণ করলেও আলোচনা ব্যর্থ হয়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর