thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

স্মৃতিকথা লিখছেন লিন্ডসে লোহান

২০১৩ ডিসেম্বর ১৮ ০১:০০:২৭
স্মৃতিকথা লিখছেন লিন্ডসে লোহান

দ্য রিপোর্ট ডেস্ক : নানা অঘটন ঘটন পটিয়সী হলিউড অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান এবার স্মৃতিকথা প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই বইতে তার জীবনের নানান দিক উঠে আসবে।

লিন্ডসে জানিয়েছেন, শৈশবের ঘটনা দিয়ে বইটি শুরু হচ্ছে না। বই শুরু হবে তার ২৭ বছর বয়সের ঘটনা দিয়ে। এই সময় মাদক নিরাময় কেন্দ্রে থাকা অবস্থায় তিনি নিয়মিত জার্নাল লিখতেন। এই জার্নালই তার স্মৃতিকথায় স্থান পাবে। এমনটিই জানিয়েছে টিএমজেড ম্যাগাজিন।

তবে অন্য একটি সূত্র জানায়, বইটি হবে জার্নালের সমষ্টি। যা তিনি নিরাময় কেন্দ্রে থেরাপি নেওয়াকালে লিখেছেন। বইটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

দি মিন গার্লস খ্যাত এই অভিনেত্রী বই লেখার জন্য আগেও বিভিন্ন প্রকাশনী থেকে প্রস্তাব পেয়ে এসেছেন।

(দ্য রিপোর্ট/কেএম/এমএইচও/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর