thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চালু হচ্ছে সুনামগঞ্জের দ্বিতীয় সীমান্ত হাট

২০১৩ ডিসেম্বর ১৮ ০২:০৪:৪০
চালু হচ্ছে সুনামগঞ্জের দ্বিতীয় সীমান্ত হাট

সুনামগঞ্জ সংবাদদাতা : সীমান্তবাসীর সুবিধার্থে কৃষিজাত পণ্যদ্রব্য শুল্কমুক্ত ক্রয়-বিক্রয়সহ দুই দেশের আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই চালু হচ্ছে সুনামগঞ্জের দ্বিতীয় সীমান্তহাট।

তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের মেঘালয় রাজ্যের জিরো লাইনে আন্তর্জাতিক পিলার ১২০৩ এর ৯এস হযরত শাহ আরেফিন মোকাম এলাকায় বসবে এ হাট। এটি নিয়ে আশাবাদী হয়ে ওঠেছে তাহিরপুর উপজেলার মানুষ।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (বিচার শাখা) আমিনুল ইসলাম দ্য রির্পোটকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে।

এ হাট চালু হলে সীমান্ত অঞ্চলে বেকারত্ব কমবে, আর চুরি, ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ হবে বলে অভিমত ব্যক্ত করলেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সদস্য হাজী আব্দুস সামাদ মুন্সী,মুসতাক আহমদসহ অনেকেই। এছাড়া এলাকায় ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তারা জানান।

জানা গেছে, হাটে মসলা, পান-সুপারী, মাছ, সবজি, ফল, বাঁশজাত দ্রব্যসহ স্থায়ীভাবে উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রি হবে। সপ্তাহে একদিন বসা হাটে একজন ক্রেতা ৫০ ডলার অথবা রুপি সমপরিমাণ মালপত্র ক্রয় করতে পারবেন। সীমান্ত এলাকার ৫ বর্গ কিলোমিটারের মধ্যে বসবাসকারীরাই হবেন এ হাটের ক্রেতা-বিক্রেতা। হাট চালুর সব ধরনের প্রস্তুতি চলছে বলে সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আজিজুল ইসলাম দ্য রির্পোটকে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রাম জেলায় দেশের প্রথম সীমান্ত হাট চালু হওয়ার পরেই তাহিরপুর উপজেলায় সীমান্ত হাট চালুর সরকারি ঘোষণা থাকলেও পরবর্তীতে বাতিল হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা সীমান্তে হাট চালু হয়।

(দ্য রিপোর্ট/আরএআর/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর