thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত

২০১৩ ডিসেম্বর ১৮ ০২:২০:৪৪
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা এই দুঘর্টনায় হেলিকপ্টারে থাকা আরোহীদের একজন বাদে সবাই নিহত হয়েছে। খবর সিএনএনের।

ন্যাটো জানিয়েছে, মঙ্গলবারের ওই ঘটনায় সময় তারা কোন হামলার শিকার হননি। বরং একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির বিষয়টিই নির্দেশ করে। ওই সেনারা ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তাকারী বাহিনীর সদস্য ছিলেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হওয়ার সর্বশেষ এই ঘটনায় ২০১৩ সালে দেশটিতে এখন পর্যন্ত ১২৯ জন মার্কিন সেনা নিহত হলো।

২০১২ সালের আগস্টের পর কোন একটি ঘটনায় এবারই একসঙ্গে এত বেশি সংখ্যক মার্কিন সেনা নিহত হলো। গত বছর একই ধরনের একটি ঘটনায় সাত মার্কিন এবং চারজন আফগান সেনা নিহত হয়েছিল।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর