thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নাটোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

২০১৩ ডিসেম্বর ১৮ ০৩:০৮:১৫
নাটোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

নাটোর সংবাদদাতা : নাটোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও ইয়াবা ট্যাবলেটসহ কাজী সেলিম (৩২) ও রেজাউল করিম (২৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৫ এর একটি দল নাটোর রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করে। আটক কাজী সেলিম শহরের বড়গাছা এলাকার কাজী করিমের ছেলে এবং রেজাউল করিম একই এলাকার সুরজ মিয়ার ছেলে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর স্টেশনবাজার এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে রেলস্টেশনের ক্রসিং পয়েন্ট রুমের পাশ থেকে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তুল, ১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ২৪ পিস ইয়াবা, ৪টি মোবাইল, ১৯টি মোবাইল সিম ও ২টি বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনআই/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর