thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আখের অভাব ঠাকুরগাঁও চিনিকল বন্ধ

২০১৩ ডিসেম্বর ১৮ ০৪:২০:৫৬
আখের অভাব ঠাকুরগাঁও চিনিকল বন্ধ

ঠাকুরগাঁও সংবাদদাতা : হরতাল অবরোধের কারণে আখের সরবরাহ না থাকায় ঠাকুরগাঁও চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সহিংসতা আশঙ্কায় চাষীরা মিলে আখ সরবরাহ করতে পারছে না।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২০১৩-২০১৪ সালের মাড়াই মৌসুম শুরু হয়। একদিন চালুর পরেই আখের অভাবে কারখানার চাকা ঘুরছে না। চলতি মৌসুমে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।

মিল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, আখ চাষী সমিতির সহায়তায় কৃষিনির্ভর শিল্প চিনিকলটি হরতাল-অবরোধ মুক্ত রাখার জন্য বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের স্থানীয় নেতাদের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু তাদের তরফ থেকে কোন সাড়া মেলেনি।

এ প্রসঙ্গে বিএনপির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় মিটিং ডেকে কৃষি ও কৃষকের স্বার্থে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে আখ চাষী সমিতির নেতা ইউনুস আলী ও রুহুল আমিন চিনি শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে হরতাল-অবরোধ মুক্ত রাখার দাবি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর