thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

রাজশাহীতে মুক্তি পেল বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা

২০১৩ ডিসেম্বর ১৮ ০৪:৩৪:০৬
রাজশাহীতে মুক্তি পেল বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে বিপন্ন প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পবা নার্সারি কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এর আগে গত ১১ ডিসেম্বর নগরীর সিটি বাইপাস এলাকা থেকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা পাখিটিকে উদ্ধার করেন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, গত ১১ ডিসেম্বর জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামানের নেতৃত্বে টহল দলের সদস্যরা বিপুল সংখ্যক কাকের হামলায় বিপর্যস্ত ও আহত লক্ষীপেঁচাটিকে উদ্ধার করে। পরে গুরুতর আহত পেঁচাটিকে বিভাগীয় কর্যালয়ে নিয়মিত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা করা হয়। এরই মধ্যে বিপন্ন প্রজাতির ওই পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে মঙ্গবার পবা নার্সারী কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এফএসটিআই রাজশাহীর পরিচালক সুবেদার ইসলাম, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামান, আশরাফুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ।

পাখি অবমুক্তকালে অতিথিরা বলেন, পাখিসহ সকল বন্যপ্রাণীই প্রকৃতির অংশ। এদের নিরাপদ বাসস্থান ও বংশবৃদ্ধির পরিবেশ সংরক্ষণ এখন সময়ের দাবী। তারা বন্যপ্রাণী ও তার বাসস্থান রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজম্মের বাসযোগ্য পৃথিবীর স্বার্থে পাখি ও বন্যপ্রাণী রক্ষার প্রয়োজনিয়তার উপর গুরত্বারোপ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর