thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্নোডেনকে আশ্রয় দেওয়ার চিন্তাভাবনা নেই ব্রাজিলের

২০১৩ ডিসেম্বর ১৮ ০৬:৩৫:২৫
স্নোডেনকে আশ্রয় দেওয়ার চিন্তাভাবনা নেই ব্রাজিলের

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিল জানিয়েছে, তারা দেশটিতে সাবেক মার্কিন গোয়েন্দা তথ্য বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে না। স্নোডেন মঙ্গলবার জানিয়েছিল যে, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট ও নাগরিকদের উপর মার্কিন গোয়েন্দা নজরদারি বিষয়ে তদন্তে সাহায্য করবেন। খবর রয়টার্সের।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ব্রাজিলের সরকার স্নোডেনের কাছ থেকে কোন ধরনের আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। ওই মুখপাত্র জানান, আনুষ্ঠানিক কোন অনুরোধ ছাড়া আশ্রয়ের বিষয়টি বিবেচনা করা হবে না।

ব্রাজিলের একটি দৈনিকে মঙ্গলবার প্রকাশিত এক চিঠিতে স্নোডেন মার্কিন গোয়েন্দা নজরদারির বিষয়ে ব্রাজিলকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। ‘ব্রাজিলের জনগণের প্রতি খোলা চিঠি’তে স্নোডেন বলেন, তিনি গোয়েন্দা নজরদারির বিষয়ে কংগ্রেসের তদন্তে সাহায্য করবেন।

চিঠিতে তিনি বলেন, আমি যথাযথ এবং আইনগতভাবে সাহায্য করতে আমার আগ্রহ প্রকাশ করেছি। কিন্তু মার্কিন সরকার আমার সাহায্য করার রাস্তা সীমিত করতে বেশ পরিশ্রম করেছে।

ব্রাজিলে আশ্রয় পাওয়ার উপর তদন্তে সাহায্য করার বিষয়টি নির্ভর করবে বলেও তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন।

স্নোডেন তার চিঠিতে লেখেন, কোন দেশ স্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত মার্কিন সরকার আমার কন্ঠরোধের চেষ্টা অব্যাহত রাখবে।

স্নোডেন বর্তমানে রাশিয়ায় সাময়িকভাবে আশ্রয়লাভ করেছেন, যদিও আগামী বছরের আগস্টেই এই সময় শেষ হয়ে যাবে। তবে তিনি যেসব দেশের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, সেগুলোর মধ্যে ব্রাজিলও ছিল। কিন্তু ব্রাজিল তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর