thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণ সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা, নিহত ৫০০

২০১৩ ডিসেম্বর ১৮ ০৯:২৯:৩৪
দক্ষিণ সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা, নিহত ৫০০

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে সামরিক অভুত্থানের চেষ্টার সময় দুইপক্ষের সংঘাতে অন্তত চারশ’ থেকে পাঁচশ’ মানুষ নিহত হয়েছে। অসমর্থিত সূত্রের বরাত দিতে জাতিসংঘ এ খবর জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের বিরুদ্ধে এক সামরিক অভুত্থানের চেষ্টার পর গত দুইদিনে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে চলমান সংঘাতের জেরে রাজধানী জুবার হাজার হাজার মানুষ জাতিসংঘের ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে জাতিসংঘের দক্ষিণ আফ্রিকার বিশেষ প্রতিনিধি টবি ল্যানজার এক টুইটার বার্তায় জানান, প্রায় দেড় লাখ মানুষ জাতিসংঘের দুইটি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

অন্যদিকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট।

এর আগে সাবেক অর্থমন্ত্রী দেশটির ১০ জন সিনিয়র রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল সরকার।

তখন প্রেসিডেন্ট কির জানিয়েছিলেন, ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত সেনারা রবিবার রাতে ক্ষমতা দখলের চেষ্টা করে। তবে তাদের প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি রাজধানীতে সকাল-সন্ধ্যা কারফিউও জারি করেন।

প্রেসিডেন্ট কির জানান, ক্ষমতাসীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) বৈঠক চলাকালে রবিবার অজ্ঞাতপরিচয় সাদা পোশাকের একদল সেনা গুলি চালালে এ সহিংসতার শুরু হয়। সোমবার পর্যন্ত এ সংঘাত চলে। পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে সোমবারই দাবি করে সরকার।

তবে মঙ্গলবার প্রেসিডেন্ট প্যালেসসহ রাজধানী জুবার অনেক জায়গায় ফের গোলাগুলি শুরু হয়।

ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। তিনি আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুই লুয়েথ বিবিসিকে জানান, রবিবার সংঘাত শুরু হওয়ার পর থেকেই ম্যাচারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কয়েকজন সেনার সঙ্গে তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের জুলাই মাসে ম্যাচারসহ মন্ত্রিসভার সব সদস্যকে বহিস্কার করেন কির। ক্ষমতার দ্বন্দ্বের জের ধরে তাদের বহিস্কার করা হয়েছে বলে ধারণা করা হয়।

২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা অর্জনের চেষ্টা করছে দক্ষিণ সুদান।

উত্তর সুদানের সঙ্গে সংঘাতের দীর্ঘ সংঘাতের পর এসপিএলএ এর আন্দোলনের ফলেই অর্জিত হয় দক্ষিণ সুদানের স্বাধীনতা। তবে তেল সমৃদ্ধ এ দেশটি জাতিগত ও রাজনৈতিকভাবে বিভক্ত। সেখানে এখনো অনেক অস্ত্রধারী দল সক্রিয়। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর