thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রংপুর বিভাগে জাতীয় পার্টির হরতাল চলছে

২০১৩ ডিসেম্বর ১৮ ০৯:৪৭:৩৯
রংপুর বিভাগে জাতীয় পার্টির হরতাল চলছে

নিজস্ব সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে বিভাগে ৮ জেলায় হরতাল চলছে। হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জেলা ও আন্তঃজেলার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ব্যাংক-বীমা, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি হাতেগোনা।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে নগরীর কোথাও কোনো দোকানপাট খোলেনি। হরতালে রিকশা-অটোরিকশা এমনকি বাইসাইকেলও চলছে না। জাতীয় পার্টির দুই গ্রুপের পাল্টাপাল্টি এ কর্মসূচি দেওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্পট ছাড়াও ১৫টি পয়েন্টে পুলিশ রয়েছে। এ ছাড়াও র‌্যাব-পুলিশের স্ট্রাইকিং ফোর্স অব্যাহতভাবে টহল দিচ্ছে।

রংপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, রংপুর বিভাগবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

(দ্য রিপোর্ট/আরএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর