thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

খোকার রিমান্ড-জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদ

২০১৩ ডিসেম্বর ১৮ ১১:২১:২১
খোকার রিমান্ড-জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম মারুফ হোসেন বুধবার সকালে এ রায় দেন।

সূত্রাপুর থানার এসআই মাহাবুবুল আলম বিএনপির এই নেতাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। সাদেক হোসেন খোকার আইনজীবী খুরশিদ আলম মিয়া তার জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে ১০ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

পল্টন থানায় রাষ্ট্রদ্রোহিতার অপর একটি মামলায় মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে দিয়ে জেলগেটে ১০ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় গত ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে উত্তরার এক বাড়ি থেকে র‌্যাব খোকাকে আটক করে।

(দ্য রিপোর্ট/জে/এমসি/শাহ/এমডি/ ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর