thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চাঁদপুরে ১২ দোকান ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ১৮ ১২:১৮:৫৮
চাঁদপুরে ১২ দোকান ভাঙচুর

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর-কুমিল্লা সড়কের দেবপুরবাজারে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি হামলায় ২০ দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টায় প্রথমে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০টি মোটরসাইকেল ও ৩টি সিএনজি অটোরিকশাযোগে এসে বিএনপি-জামায়াত কর্মীরা আওয়ামী লীগের ৭ দোকান ভাঙচুর করে। তারপর মাইকিং করে এলাকাবাসী ও বিক্ষুব্ধ আওয়ামী কর্মীরা বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভাঙচুর করে।

খান ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি-জামায়াতকর্মীরা রাত ১১টায় অতর্কিত হামলা চালিয়েছে। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওই সব প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর শেষে চলে যায়। এর আগে এ বাজারে তার ছেলে ছাত্রলীগ নেতা মহসীনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

(দ্য রিপোর্ট/এমবি/শাহ/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর