thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

যশোরে বিএনপিকর্মী হত্যার প্রতিবাদে হরতাল পালিত

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:০৬:২৭
যশোরে বিএনপিকর্মী হত্যার প্রতিবাদে হরতাল পালিত

যশোর সংবাদদাতা : যশোরে বিএনপিকর্মী মাসুদুর রহমান মাসুদ হত্যার প্রতিবাদে জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হয়েছে।

সারাদেশে অবরোধের মধ্যে বুধবার জেলায় হরতাল পালনে সকাল থেকেই শহরে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেছে। ভারী কোনো যানবাহন না চললেও শহর ও শহরতলিতে রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল করেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে দলীয় কর্মীরা পিকেটিংসহ মিছিল করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কথা এখন পর্যন্ত শোনা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ প্রহরায় রয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে মাসুদুর রহমান মাসুদ নামে বিএনপির এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এর প্রতিবাদে বুধবার আধাবেলা হরতাল আহ্বান করে জেলা বিএনপি।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর