thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নেইমারের ফর্মের পাখায় উড়ছে বার্সা

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:০৮:৩৬
নেইমারের ফর্মের পাখায় উড়ছে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে শেষ ৩ ম্যাচে গোল করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত পারফর্মে রীতিমতো উড়ছে বার্সা। কোপা দেল রের ফিরতি লেগে কারতাজেনাকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ ষোলোতে উঠেছে কাতালানরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলে গত ৩ ম্যাচে ক্লাবের হয়ে ৬ গোল করেছেন নেইমার। কারতাজেনার বিপক্ষে জালের ঠিকানা খুঁজে পেয়েছেন সান্তোসের সাবেক এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন পেদ্রো।

ন্যু-কাম্পে এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে দলটি। এ জন্য কষ্ট করতে হয়নি নেইমারদের। ভুলে নিজেদের জালেই বল জড়িয়েছেন কারতাজেনার মারিয়ানো।

খেলার শেষ মুহূর্তে কারতাজেনার জালে শেষবারের মতো বল পাঠিয়েছেন নেইমার। মাথার স্পর্শে জাল কাঁপিয়েছেন তিনি। এ জয়ে ২ লেগ মিলিয়ে ৭-১ গোল ব্যবধানে এগিয়ে থাকায় কোপা দেল রের শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে গেরার্দো মার্তিনোর দল।

আগামী রবিবার লা লিগায় গেতাফের বিপক্ষে খেলবে বার্সালোনা।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/এমআই/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর