thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আওলাদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:১৯:২৮
আওলাদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী ড. আওলাদ হোসেনকে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ হতে অব্যহতি প্রদান করা হয়েছে ড. আওলাদ হোসেনকে।

এছাড়া ঢাকা মহানগরীর ৪নং আসনের থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মীরা ড. আওলাদ হোসেনকে সহযোগিতা করছেন, তাদেরকে কোন প্রকার সহযোগিতা না করার জন্য নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

নির্দেশ উপেক্ষা করে যদি কোন নেতাকর্মী ড. আওলাদ হোসেনকে সহযোগিতা করেন তাদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর