thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান খ্রিস্টান এসোসিয়েশনের

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:২৪:১২
হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান খ্রিস্টান এসোসিয়েশনের

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের সময় আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কোন হরতাল-অবরোধ না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন। জাতীয় প্রেসক্লাবে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, যেন আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অবরোধ, হরতাল কর্মসূচি দেওয়া না হয়- যার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উদযাপনে বিঘ্নিত ঘটে। বড়দিনের আগে ও পরে অবরোধ-হরতালের মতো কর্মসূচি দেওয়া হলে খ্রিস্টান সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় এ উৎসব পালন করতে পারবে না।’

সংবাদ সম্মেলনে খ্রিস্টান সস্প্রদায়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে দেশে যে অবরোধ-হরতাল চলছে সে কারণে দেশের খ্রিস্টান নাগরিকরা বড়দিন উদযাপন করতে পারবে কিনা, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। জানতে চাচ্ছেন তারা বড়দিন উদযাপন করতে পারবেন কিনা।’

বড়দিন উপলক্ষে রাজধানীর প্রধান সড়কে সাজসজ্জার পাশাপাশি বাংলাদেশ বেতার ও টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় সংগঠনটি। এছাড়া আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন বলেন, ‘ধর্মীয়ভাবে ২৫ ডিসেম্বর বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু দেশে হরতাল-অবরোধের কারণে সবার মনে এখন আতঙ্ক বিরাজ করছে। তাই এ পরিস্থিতিতে আমরা হরতাল-অবরোধমুক্তভাবে এই উৎসব পালন করতে চাই।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল রোজারিও। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টান এসোসিয়েশনের সহ-সভাপতি সন্দীপ মণ্ডল, শচীন মণ্ডল, আর্চ বিশপ হাউজের ভিকার জেনারেল ফাদার গ্যাব্রিয়াল কোরাইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জি, তপন মারাক, দীপঙ্কর ঘোষ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর