thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা আর বিএনপি দোসর’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:৪১:২৪
‘জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা আর বিএনপি দোসর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘পাকিস্তানের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছেন। জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা আর বিএনপি তাদের দোসর।’

কারওয়ান বাজার শ্রমিক লীগ আয়োজিত অবরোধবিরোধী এক সমাবেশে বুধবার সকালে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের রায়ে কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের জাতীয় সংসদে যে নিন্দা প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাখ্যানের আহ্বান করব। অন্যথায় পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হবে।’

তিনি বলেন, ‘পাকিস্তান সরকারকে বলব আপনার একটা স্বাধীন দেশ। বাংলাদেশও একটা স্বাধীন দেশ। এখানে আপনাদের যেসব সৈনিক (রাজাকার, আলবদর) আছে তাদের প্রতি কোনো দয়ামায়া থাকলে তাদের পাকিস্তানে নিয়ে যান। এ দেশের মানুষ তাদের আর কোনো সুযোগ দেবে না।

বিএনপি-জামায়াতের উদ্দেশে হানিফ বলেন, ‘যারা পাকিস্তানের তাবেদারি করতে চান এ দেশ থেকে চলে যান। পাকিস্তানে গিয়ে তাবেদারি করুন। এ দেশে আপনাদের আর কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’

ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপিকে বলব জ্বালাও-পোড়াও বন্ধ করুন। যে কোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।’

শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর