thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘হরতাল-অবরোধেও চলবে দূরপাল্লার বাস’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:৫৪:২২
‘হরতাল-অবরোধেও চলবে দূরপাল্লার বাস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল-অবরোধেও শুক্রবার থেকে দূরপাল্লার বাস নিয়মিত চলবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচলের বিষয়ে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে মন্ত্রী এ কথা জানান।

শাজাহান খান বলেন, ‘হরতাল-অবরোধে দূর পাল্লার বাস চলাচলে ক্ষতিগ্রস্ত হলে সরকার মালিক ও শ্রমিকদের ক্ষতি পূরণের ব্যবস্থা করবে।’ এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধে দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে বৃহস্পতিবার স্থানীয়ভাবে মালিক, শ্রমিক, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভা করার পরদিন থেকেই নিয়মিত দূর পাল্লার বাস চলাচল করবে। মালিকরা কোন কোন রুটে দূরপাল্লার বাস চালাবেন তাও সভার পর আমাদের জানাবেন। মালিক-শ্রমিকরা ঘরে বসে নিশ্চুপ মার খাবে তা হতে পারে না। তাদের পথে বসার মতো অবস্থা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের আশ্বস্ত করতে চাই, তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সে ব্যবস্থাও হাতে নিয়েছি।’ বিগত সময়ে মালিক-শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে এদের আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ অবস্থার মধ্যে আপনারা সাংবাদিকরা নিরাপদ নন। সরকার নিরাপত্তা বিধানের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে। জনগণেরও উচিত সরকারকে সহযোগিতা করা ।’

সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণ বাইরে বের হয়ে ক্ষতিগ্রস্ত হলে এর দায়-দায়িত্ব সরকার নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাজাহান খান বলেন, ‘আশ্চর্য বিষয়, মানুষ বক্তৃতা করতে করতে, কবিতা পড়তে পড়তে মারা গেছে। মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই। তবে যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নেব।’

মন্ত্রী বলেন, ‘অবরোধে ঢাকায় স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। তবে প্রাইভেট কারের সংখ্যা কম। দূরপাল্লার বাসও সীমিতভাবে চলাচল করছে। আমরা এটাকে আরও প্রশস্ত করতে চাই।’

ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে পরিবহন মালিকদের পক্ষ থেকে। আশা করি, সরকার এটি বিবেচনা করবে। সম্প্রতি সময়ে সহিংসতায় ৪৩ থেকে ৪৫ জন চালক মারা গেছেন জানিয়ে শাজাহান খান বলেন, ‘আবেদন করায় এরমধ্যে ১৬ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আবেদন করলে বাকিদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।’

রাজনৈতিক পরিস্থিতির কারণে বাস চালাতে না পারায় পরিবহন মালিকরা ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে মালিকদের আবেদন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, র‌্যাব, ডিএমপি ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর