thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘অভিবাসন খাতে যুগান্তকারী সাফল্য এসেছে’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:৫৭:৪৬
‘অভিবাসন খাতে যুগান্তকারী সাফল্য এসেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সরকারের আমলে অভিবাসন খাতে যুগান্তকারী সাফল্য এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের রেমিটেন্সের ওপর কোনো প্রভাব পড়েনি।’ এ সময় তিনি জ্বালাও- পোড়াও এবং দেশের সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন, মন্দার কারণে বিশ্ব শ্রমবাজারে নেতিবাচক অবস্থা থাকবে এবং ধস নামবে। এটা নিয়ে অনেকে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা মোকাবিলা করেছি। বাংলাদেশের শ্রমবাজারে এর কোনো প্রভাব পড়েনি।’

বর্তমান সরকারের আমলে নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি জোটের সময় ৯৭টি দেশে জনশক্তি রফতানি হতো এখন ১৫৭টি দেশে কর্মী যাচ্ছে। আমরা নতুন করে ৬০টি দেশে জনশক্তি রফতানির বাজার তৈরি করেছি।’

মোশাররফ বলেন, ‘শুধু নতুন নতুন বাজার তৈরি নয়, সৌদি আরবে ৭ লাখ লোক অবৈধ ছিল তাদের বৈধতায় আনতে পেরেছি। মালয়েশিয়াসহ সবদেশ মিলে এ সরকার প্রায় ১০ লাখ অবৈধ অভিববাসীকে বৈধতায় আনতে পেরেছে।’

তিনি বলেন, ‘অভিবাসন প্রক্রিয়ায় উন্নয়ন, দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণারোধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ আইন প্রণয়ন করা হয়েছে।’

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আগে ভিটেমাটি, ঘরবাড়ি বিক্রি করে বিদেশে যেতে হতো। কিন্তু এখন তা করতে হয় না। কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়েই তারা বিদেশে যেতে পারছেন।’

অভিবাসী দিবসটি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রবাসী ভাই-বোনদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে প্রবাসীকল্যাণমন্ত্রী জর্ডান দূতাবাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ প্রবাসীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী দূতাবাস ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জবাবে তারাও মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

পরে ইঞ্জিনিয়ার মোশাররফ প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং দিনব্যাপী প্রবাসী মেলার স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও অভিবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের সীমানার বাইরে অবস্থিত অভিবাসীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কূটনৈতিক আলোচনায় অভিবাসীদের নানাবিধ সমস্যা তুলে ধরা হচ্ছে।’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন, ‘জি-টু-জি পদ্ধতিতে স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।’ প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসনিক সহায়তা ও কল্যাণমূলক সেবা প্রদানের লক্ষ্যে ১৩টি শ্রম উইংয়ের জনবল বৃদ্ধিকরণসহ হংকং, গ্রিস স্পেন, থাইল্যান্ড, রাশিয়া, মালদ্বীপ, ইতালি ও অস্ট্রেলিয়ায় নতুন নতুন শ্রম উইং খোলার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান সচিব।

সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পররাষ্ট্র সচিব শহিদুল হক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, বিদেশ ফেরত কানিজ ফাতেমা, বাবলু শিকদার প্রমুখ।

এর আগে সকাল ৮টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে রঙবেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসীরা অংশ নেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অভিবাসী মেলা ও সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী এবং বিদেশ প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/কেএ/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর