thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

ছাত্রলীগের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার

২০১৩ ডিসেম্বর ১৮ ১৩:৫৭:৪২
ছাত্রলীগের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার

ঢাবি প্রতিবেদক : চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইয়ামিন সাজেদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সকল কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

ঢাবি সাংবাদিক সমিতির অফিসে মঙ্গলবার রাত ১১টায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এমএম জসিম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, দফতর সম্পাদক সানাউল হক সানি, মতিউর তানিফ, রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি এম এম জসিম প্রতিটি সাংবাদিক যাতে ক্যাম্পাসে নিরাপদে সংবাদ সংগ্রহ করতে পারে সেজন্য ছাত্রলীগের কাছে আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের ভুল বুঝতে পেরে ছাত্রলীগের অনুতপ্ত প্রকাশ করাকে তিনি ধন্যবাদ জানান। তিনি ছাত্রলীগকে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে গিয়ে নিজেদের অনুতপ্তের কথা প্রকাশ করেন। একই সঙ্গে হামলাকারী ছাত্রলীগ নামধারী রাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানান।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের ক্যাডার ও ডিইউডিএসের সাধারণ সম্পাদক রাকিব এবং ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের নেতৃত্বে ছাত্রলীগের হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার। এতে তিনি মাথায় আঘাত পান।

এরই জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে ছাত্রলীগের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা দেওয়া হয়।

(দি রিপোর্ট/জেএইচ/শাহ/এমসি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর