thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:০৮:৪৫
ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

দ্য রিপোর্ট ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে জার্মানের বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার শিষ্যরা ৩-০ গোলে হারিয়েছে চীনের ক্লাব গুয়াংঝুউ এভারগ্রেন্দকে।

মরক্কোর স্তে দি অ্যাগাদি স্টেডিয়ামে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত গুয়াংঝুউর ওপর আধিপত্য দেখিয়েছে বায়ার্ন। পুরো খেলা জুড়ে কোনো গোল শট নিতে পারেনি ইতালির ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী সাবেক কোচ মার্সেলো লিপ্পির দল গুয়াংঝুউ।

খেলার ৭ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে ৩ বার বল পাঠিয়েছে বায়ার্ন। ৪০ মিনিটে ফ্রেঙ্ক রিবেরি, ৪ মিনিট পর মারিও মান্দজুকিচ এবং ৪৭ মিনিটে গোল করেছেন মারিও গোয়েতজে। দ্বিতীয়ার্ধের বাকি সময় ব্যবধানে হেরফের করতে পারেনি কোনো দল।

এর আগে ২ বার প্রতিযোগিতার শিরোপা জিতেছে বায়ার্ন। অবশ্য তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইন্টার কন্টিনেন্টাল কাপ। সে হিসেবে এই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের জন্য লড়াই করবে জার্মানির ক্লাবটি।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/লতিফ/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর