thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বেনাপোলে শ্রমিককে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:১২:৩০
বেনাপোলে শ্রমিককে পিটিয়ে হত্যা

যশোর সংবাদদাতা : যশোরের বেনাপোলে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বেনাপোল পোর্ট থানাধীন তালসারা গ্রামের আসমত আলীর ছেলে।

শ্রমিক সর্দার লিটন ও ইদ্রিস জানান, গুদামের কাজ সেরে রাত ১১টার দিকে তিনি বাড়ি যাচ্ছিলেন। পথে পর্যটন মোটেলের সামনে কয়েকজন অতর্কিতে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাতেই তিনি মারা যান।

নিহত শহিদুল শ্রমিক সর্দার লিটনের অধীনে কাজ করতেন বলে জানা গছে।

যোগাযোগ করা হলে বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, তিনি শুনেছেন রাতে চুরি করতে গিয়ে একজন গণপিটুনির শিকার হন। তিনি মারা গেছেন কি না তা জানেন না।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/রাসেল/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর