thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩১ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:১৪:৫৩
সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩১ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩১ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল স্ব-প্রণোদিত হয়ে বুধবার অভিযোগ গঠনের আদেশের জন্য এ দিন ধার্য করেন।

২৪ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।

এর আগে গত ২৩ নভেম্বর অ্যাডভোকেট এসএম শাহজাহান এবং ২৪ নভেম্বর সুবহানের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন।

গত ৯ অক্টোবর অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশনপক্ষ শুনানি করেন।

গত ১৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়ার পর ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

আনুষ্ঠানিক অভিযোগে সাবেক সংসদ সদস্য সুবহানের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে সুবহানকে আটক করা হয়। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেয়া হয়। পরে ২৩ সেপ্টেম্বর প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে আবদুস সুবহানকে আটক দেখানোর আবেদন করেন। এরপর ৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে সুবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএন/লতিফ/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর