thereport24.com
ঢাকা, সোমবার, ১১ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৬ সফর 1447

শুক্রবার ব্যাংক খোলা থাকবে

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:৩১:৩৪
শুক্রবার ব্যাংক খোলা থাকবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: শুক্রবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনস্বার্থে ২০ ডিসেম্বর শুক্রবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ব্যাংকের ‘ক্যাশ ও ক্লিয়ারিংয়ের’ কার্যক্রম চলবে।

দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা স্বাভাবিক লেনদেন করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে পৃথক এক সার্কুলারের মাধ্যমে গত ৬ ডিসেম্বর শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচকে/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর