thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রতিহতের দাবি চীনের

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:৩৫:৫৫
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রতিহতের দাবি চীনের

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চলতি মাসের শুরুতে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের সংঘর্ষ এড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে চীন। তবে চীন কর্তৃপক্ষ দাবি করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে কঠোরভাবে প্রতিহত করা হয়েছে। খবর বিবিসির।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, গত ৫ ডিসেম্বর ইউএসএস কাউপেনস নামের মিসাইল ক্রুজার জাহাজটি চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিওনিংয়ের কাছাকাছি এসে পড়ে। পরে যুক্তরাষ্ট্রের জাহাজটি থামিয়ে সংঘাত এড়ানো হয়।

অন্যদিকে এ সংঘাত কঠোরভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে চীন।

এদিকে এই ঘটনাকে ২০০৯ সালের পর দক্ষিণ চীন সাগরে চীন-যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মোকাবিলা বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ছিল তাদের যুদ্ধজাহাজ। তবে চীন জানিয়েছে, তাদের দাবি করা দক্ষিণ চীন সাগরে ঢুকে তাদের বিমানবাহী জাহাজটির দিকে ধেয়ে আসছিল মার্কিন যুদ্ধ জাহাজ।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/রাসেল/ ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর