thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘এরশাদকে দেশের বাইরে পাঠানো হচ্ছে না’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৪:৫৬:২৯
‘এরশাদকে দেশের বাইরে পাঠানো হচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেশের বাইরে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, ‘স্যার (এরশাদ) সিএমএইচে চিকিৎসা নিবেন। দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ম্যাডামের (রওশন এরশাদ) সঙ্গে তার এ কথা হয়েছে।’

বুধবার দুপুর ২টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরশাদ অসুস্থ থাকলে তার মুক্তি দাবি করছেন কেন? এমন প্রশ্নের উত্তরে কাজী ফিরোজ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দলের মহাসচিব ও জিএম কাদের ভালো বলতে পারবেন।’

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/ এমডি/রাসেল/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর