thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

টুকুর অবস্থার উন্নতি হয়নি

২০১৩ অক্টোবর ২৫ ২০:০৩:৩৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
টুকুর অবস্থার উন্নতি হয়নি
দিরিপোর্ট২৪ প্রতিবিদেক : ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর অবস্থার উন্নতি হয়নি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।

নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত এক চিকিৎসক দিরিপোর্ট২৪কে জানান, তার অবস্থার উন্নতি হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হৃদরোগ বিভাগের সি ওয়ার্ডে চিকিৎসাধীন টুকুর রুমের সামনে পুলিশকে পাহারারত অবস্থায় দেখা গেছে। সেখানে রোগীদের নিকটাত্মীয় ছাড়া বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও না।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পুলিশি হেফাজতে থাকা ছাত্রদলের সাবেক এ নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার রাত ১১টায় নয়াপল্টনের বিএনপির কার‌্যালয়ের সামনে থেকে টুকুকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতে খালেদা জিয়ার দেহরক্ষীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টুকুকে আটক করা হয়। পরে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথকভাবে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় টুকুকে ছয়দিনের রিমান্ডে নেয় পল্টন থানা পুলিশ।

(দিরিপোর্ট২৪/শুভ/এমএআর/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর