thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কুষ্টিয়ায় পিস্তল-বন্দুকসহ গ্রেফতার দুই

২০১৩ ডিসেম্বর ১৮ ১৫:৩২:৪৩
কুষ্টিয়ায় পিস্তল-বন্দুকসহ গ্রেফতার দুই

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, বন্দুক, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা। বুধবার দুপুর সোয়া ১২টায় তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দুপুর সোয়া ১২টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বড়ইটুপি গ্রামে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বড়ইটুপি গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে মিন্নাত মণ্ডল (৩৭) ও কুষ্টিয়া সদর থানার বটতৈল কবিরাজপাড়া গ্রামের মৃত হুজুর আলী শেখের ছেলে লাল্টু শেখ (৩৫)। তাদের কাছে থেকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশি পিস্তল, একটি বন্দুক, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ২ বন্দুকের কার্তুজ।

র‌্যাব জানায়, অস্ত্রসহ গ্রেফতারকৃত মিন্নাত মণ্ডল ও লাল্টু শেখ অস্ত্র ব্যবসায়ী।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/রাসেল/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর