thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পুলিশের বাধার মুখে গণজাগরণ মঞ্চ, আহত ৮

২০১৩ ডিসেম্বর ১৮ ১৫:৫৪:৩১
পুলিশের বাধার মুখে গণজাগরণ মঞ্চ, আহত ৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশের বাধার মুখে পড়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকেল ৪টার দিকে পাকিস্তান হাইকমিশন অভিমুখে যাত্রাকালে তারা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় বিন্দু নামের এক কর্মীসহ আটজন আহত হন।

পরে তারা গুলশান গোলচত্বর থেকে পাকিস্তান হাইকমিশন অভিমুখের রাস্তার ওপর অবস্থান নেন। এরপর সন্ধ্যার দিকে তারা গুলশান ত্যাগ করে চলে যান।

এর আগে বিকেল ৩টা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় মঞ্চের শতাধিক কর্মী।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ‘বুধবার বিকেল ৩টায় গুলশান ২ নম্বরের গোলচত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হবে। পরে তারাপাকিস্তান হাইকমিশন ঘেরাও করবেন। ’

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এদিকে কাদের মোল্লার ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে মঙ্গলবার বিকেলে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে ডেকে এনে পররাষ্ট্র সচিব মুস্তাফা কামাল দ্বি-পক্ষীয় বৈঠক করেন। বৈঠকে কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘অসন্তোষ’ প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকার যে এ বিষয়ে ক্ষুব্ধ তাও কড়া ভাষায় পাকিস্তানের হাইকমিশনারকে জানানো হয়।

পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াবকে আরও জানানো হয়, ‘কাদের মোল্লার ফাঁসির ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা শিষ্টাচার বর্হিভূত।’

(দ্য রিপোর্ট/জেআইএল/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর