thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক বৃহস্পতিবার

২০১৩ ডিসেম্বর ১৮ ১৫:৫৮:৪৬
আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ডের সকল কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর