thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বিশ্বজিৎ হত্যা মামলা রায়ে পরিবারের সন্তুষ্টি

২০১৩ ডিসেম্বর ১৮ ১৬:০৩:১১
বিশ্বজিৎ হত্যা মামলা রায়ে পরিবারের সন্তুষ্টি

শরীয়তপুর সংবাদদাতা : বিশ্বজিৎ হত্যামামলার রায়ে ৮ জনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্বজিতের পরিবার। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিশ্বজিতের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভোজেশ্বরে তার বাবা-মা ও অন্যরা এ সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তারা ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

ছেলের হত্যাকারীদের বিচারের রায় শোনার জন্য বুধবার সকাল থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন নিহত বিশ্বজিতের বাবা-মা। দুপুরে রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন বিশ্বজিতের মা। বাড়িতে উপস্থিত হন বিশ্বজিতের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।

কান্নাজড়িত কণ্ঠে বিশ্বজিতের মা কল্পনা রানী দাস বলেন, আমার ছেলে তো আর ফিরে আসবে না। ওর খুনিদের শাস্তি হওয়ায় আমি খুশি হয়েছি।

বিশ্বজিতের বাবা অনন্ত দাস বলেন, খুনিদের ৮ জনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন শাস্তি হওয়ায় আমরা সন্তুষ্ট। তবে এই রায় দ্রুত কার্যকর করা হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।

স্থানীয় মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন লিটন বলেন, বিশ্বজিৎ হত্যার রায় শোনার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করছি। আমরা চাই রায় বাস্তবায়নে যেন কোনো বিলম্ব না হয়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ প্রশাসন যেন আন্তরিকভাবে কাজ করে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর