thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফেসবুক ব্যবহার করতে গিয়ে ৬৫ ফুট নিচে!

২০১৩ ডিসেম্বর ১৮ ১৬:৩৪:০৫
ফেসবুক ব্যবহার করতে গিয়ে ৬৫ ফুট নিচে!

দ্য রিপোর্ট ডেস্ক : বর্তমান যুগে ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছাড়া অনেকেই একটা দিনও চলতে পারেন না। অনেকের আবার আসক্তিতে পরিণত হয়েছে ফেসবুক ব্যবহার।

মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে করতে তন্ময় এক নারী একেবারে ৬৫ ফুট নিচেই পড়ে গেছেন। তবে ওই নারীর ভাগ্য ভালো জেটি থেকে ৬৫ ফুট নিচে পানিতে পড়ে গিয়েছিলেন। নইলে হয়তো ফেসবুক ব্যবহার করতে গিয়ে যমের বাড়িই পৌঁছে যেতেন তিনি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সোমবার রাতে এ ঘটনা ঘটলেও বুধবার ভিক্টোরিয়া স্টেট পুলিশ এ খবর জানিয়েছে। ওই নারী পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই নারী সাঁতার জানতেন না বলে জানিয়েছে পুলিশ। তবে পানিতে পড়ে যাওয়ার পরও হাত থেকে মোবাইল ফেলে দেননি তিনি।

তিনি একজন বিদেশি পর্যটক বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর পুলিশ ব্যঙ্গ করে বলেন, সাঁতার না জানলে পানির ফেসবুক ব্যবহার করার সময় পানির কাছ থেকে দূরে থাকাই ভালো। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর