thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৬:৪০:৫৭
‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশের বিমান সেদেশে প্রবেশ করবে না। এ ব্যাপারে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। তাদেরকে বলে দিতে হবে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। এর দায়দায়িত্ব আমরা (বাংলাদেশ সরকার) নেবো না।

একই সঙ্গে তিনি বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের কূটনীতিকদের পরিচয় প্রত্যাহারেরও দাবি জানান।

বুধবার বিকেল সাড়ে ৪টায় তিনি গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে তিনি সেখানে উপস্থিত দ্য রিপোর্টকে এসব দাবির কথা জানান।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর